শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিং খানকেই নাকি মুম্বাই থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল

News Sundarban.com :
এপ্রিল ১৪, ২০২১
news-image

বলিউড ‘বাদশাহ’ বলা হয় তাঁকে। কিং খান শাহরুখ খানকেই নাকি মুম্বাই থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। এত বড় তারকা হওয়া সত্ত্বেও তাঁকে শুনতে হয়েছে তির্যক মন্তব্য, তীক্ষ্ণ শ্লেষ। মুম্বাইয়ে কাটিয়েছেন তিন দশক। এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, লেখক অশোক বাংকার লিখেছিলেন এই অভিনেতাকে বেরিয়ে যাওয়ার কথা।
ওই সাক্ষাৎকারে জনপ্রিয় এই বলিউড অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এযাবৎ নিজের সম্পর্কে সবচেয়ে খারাপ মন্তব্য কী ছিল? এর উত্তরে শাহরুখ খান বলেছিলেন, ‘অশোক বাংকার একবার লিখেছিলেন শাহরুখকে দ্রুত মুম্বাই থেকে বের করে দেওয়া হোক, কারণ বলিউডের তারকারা নাকি একেকজন মূর্তিমান হুমকি মুম্বাইয়ে বসবাসকারী সাধারণ মানুষের জীবনে!’

শাহরুখ খান আরও বলেন, ‘নিজের এই বক্তব্যের পেছনে অশোকের দাবি ছিল, বলিউডের বিভিন্ন তারকার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক আছে। ফলে আমাদের, মানে তারকাদের প্রাণনাশের হুমকি আসে। অনেক সময় প্রাণনাশের চেষ্টাও করা হয়। সে ক্ষেত্রে আমাদের কিছু না হলেও পথচলতি সাধারণ মানুষের গুলি খেয়ে মৃত্যু হয়। ভোগান্তি হয় বাকিদেরও।’
তবে কখনো কখনো এর থেকেও খারাপ মন্তব্য শুনতে হয়েছে শাহরুখ খানকে। সেই মন্তব্য শুনে বেশ খারাপ লাগে বলিউড বাদশাহর। তিনি এ ধরনের বক্তব্য নিয়ে আরও বলেন, ‘অশোক বাংকারের ওই বক্তব্য নিটোল নির্বুদ্ধিতার পরিচয় ছাড়া আর কিছুই নয়! কেউ কাউকে আদেশ দিতে পারে না, কে কোথায় থাকবে কিংবা না থাকবে। আর আমাকে কেউ হুকুম করতেই পারে না মুম্বাই ছেড়ে চলে যেতে। বিশেষ করে “মান্নাত” যখন এত টাকা খরচ করে কিনেছি।’

শাহরুখ খান।