শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্পাইসজেটের ১৪০০ কর্মী ছাঁটাই

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১২, ২০২৪
news-image

খরচ কমাতে এবং বিনিয়োগরকারীদের আগ্রহ ধরে রাখতে এই সিদ্ধান্ত। ১৪০০ কর্মী হল এয়ারলাইন স্পাইসজেটের কর্মশক্তির প্রায় ১৫%। বর্তমানে এই এয়ারলাইন ৯ হাজার কর্মীচারি রয়েছ এবং প্রায় ৩০ টি প্লেন পরিচালনা করে। এর মধ্যে আটটি ক্রু এবং পাইলট সহ বিদেশী ক্যারিয়ারের কাছ থেকে ওয়েট-লিজপ্রাপ্ত। স্পাইস জেট বছর শুরুতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে বলে জানিয়েছে।

কোম্পানির একজন মুখপাত্র বলেন, ‘কোম্পানি খরচ কমানোর জন্যই এই সিদ্ধান্ত’। যারা এই ঘটনা সম্পর্কে জানেন, তাদের মধ্যে একজন বলেন, ‘ক্যারিয়ারের ৬০ কোটি বেতনের বিলের কারণে কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত।’

আরও একজন জানান, মানুষ ইতিমধ্যেই কল পেতে শুরু করেছে। স্পাইসজেট বেশ কয়েক মাস ধরে বেতন পরিশোধে দেরি করেছে। এমনকি অনেকে এখনও তাদের জানুয়ারির বেতন পাননি।’