শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজ শাহজাহানের বাড়িতে বসল সিসিটিভি ক্যামেরা

News Sundarban.com :
জানুয়ারি ১৭, ২০২৪
news-image

কলকাতা হাইকোর্টের নির্দেশে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান শেখের বাড়িতে বসানো হল সিসিটিভি ক্যামেরা। গতকাল হাইকোর্টের বিচারপতির নির্দেশ ছিল ওই বাড়িতে কাদের আনাগোনা তা গতিবিধি লক্ষ্য করার জন্য বসাতে হবে সিসিটিভি। সেই পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার রাতেই সিসিটিভি ক্যামেরা বসানো হয় শাহজাহানের বাড়িতে।

উল্লেখ্য, ইডি-র তল্লাশির সময় সন্দেশখালিতে একদল গ্রামবাসী আক্রমণ চালায় আধিকারিক ও উপস্থিত জওয়ানদের ওপর। অভিযোগ, শাহজাহানের নির্দেশেই এই হামলা চালানো হয়। তারপর থেকেই ফেরার ওই তৃণমূল নেতা। মাঝে বাংলাদেশ পালিয়ে যাওয়ার জল্পনাও উঠেছিল। কিন্তু এখনও পর্যন্ত শাহজাহান ধরা দেয়নি। যদিও কোর্টে তার উকিল হাজির হয়েছিলেন। কিন্তু ইডি কর্তাদের মতে ওই তৃণমূল নেতার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে দুর্নীতি কাণ্ডে। তাই তাঁকে ধরার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে।