শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরানে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিককে ডেকে পাঠায় ইব্রাহিম রাইসির প্রশাসন

News Sundarban.com :
জানুয়ারি ১৮, ২০২৪
news-image

বৃহস্পতিবার ইরানের বালোচ অধ্যুষিত এলা কায় মিসাইল হামলা চালায় পাকিস্তান। এই হামলার জেরে প্রাণ হারান নয়জন। সেই তালিকায় রয়েছে চার শিশু ও তিন মহিলাও। যদিও তাঁদের কারোওর কাছেই ইরানের নাগরিকত্ব নেই বলে সূত্র মারফত জানা গিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের সিয়েস্তান-ও-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে সমন্বিত সামরিক হামলা চালানো হয়েছে। এই ঘটনার পরই ইরানে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিককে ডেকে পাঠায় ইব্রাহিম রাইসির প্রশাসন। যদিও ডেকে পাঠিয়ে কী নির্দেশ দেওয়া হয়েছে সেই নিয়ে কোনও তথ্য মেলেনি।

উল্লেখ্য, বুধবারই পাকিস্তান থেকে বহিস্কার করা হয় ইরানের রাষ্ট্রদূতকে। সেই সঙ্গে ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসতে নির্দেশ দেয় ইসলামাবাদ। সবমিলিয়ে, দুই দেশের মধ্যে কূটনৈতিক বিবাদ থামার কোনও লক্ষণ নেই।