শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতায় বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমপক্ষে ২-৩ ডিগ্রি নামতে পারে

News Sundarban.com :
জানুয়ারি ২৪, ২০২৪
news-image

কলকাতায় ফের জাঁকিয়ে শীত পরতে চলেছে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সাংবাদিক বৈঠকে অধিকর্তা গণেশ দাস জানান, কলকাতায় বৃহস্পতিবার থেকে তাপমাত্রা নামতে চলেছে। তাপমাত্রা কমপক্ষে ২-৩ ডিগ্রি নামতে পারে। এর ফলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ও সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আসেপাশে থাকবে। অন্যদিকে আগামী ২৬ জানুয়ারি কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে না।

পাশপাশি ঝাড়খণ্ড তেলেঙ্গানা ও ছত্রিশগড়ের ওপর অবস্থিত অক্ষরেখাটি ক্রমশ কলকাতার দিকে সরে আসছে। তাই সকাল থেকেই তিলোত্তমা রোদের দেখা নেই। সারাদিন মেঘলা আকাশ ও টিপটিপ বৃষ্টির ধারা চলছে।

দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলা ছাড়া প্রায় সব জেলাতেই কলকাতার মত বৃষ্টিপাত দেখা যাবে। তবে বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিংপং হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামীকাল কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় কুয়াশার দাপট থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।