রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উদ্বোধনের পর থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে গঙ্গাসাগরের বেলাভূমিতে, এসেছেন ৪৫ লক্ষ পণ্যার্থী

News Sundarban.com :
জানুয়ারি ১৩, ২০২৪
news-image

গত ৮ জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে গঙ্গাসাগরের এই বেলাভূমিতে। ১৩ তারিখ অর্থাৎ শনিবার দুপুর বারোটা পর্যন্ত ৪৫ লক্ষ পণ্যার্থী এসেছেন গঙ্গাসাগরে , এমনটাই দাবি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। শনিবার বিকেলে গঙ্গাসাগরের মেলা অফিসে একটি সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও সে কথাই ঘোষণা করলেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পরিষদীয় বিষয়ক দফতরের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, রাজ্যের বিদ্যুৎ আবাসন ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন দফতরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শেষ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক, সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা, অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা বিষয়ক দফতরের মন্ত্রী সুজিত বোস ও রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সমীর গুপ্তা এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও।