শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্দেশখালিতে ইডির উপরে হামলায় ধৃত ৪ জনেরই জেল হেফাজত

News Sundarban.com :
জানুয়ারি ১৫, ২০২৪
news-image

সন্দেশখালিতে ইডির উপরে হামলায় ধৃত ৪ জনেরই জেল হেফাজত হল। এখনও অধরা শেখ শাহজাহান, কাউকেই হেফাজতে চাইল না পুলিশ।

সন্দেশখালিতে ইডি-র উপর হামলার ঘটনায়, শুক্রবার দুপুরে মেহবুব মোল্লা ও সুকুমার সর্দার নামে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার আরও ২ জনকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। মিনাখাঁর খড়িবেড়িয়া থেকে আলি হোসেন ঘরামি এবং ন্যাজাট থেকে গ্রেফতার করা হয় সঞ্জয় মণ্ডলকে। সোমবার তাদের তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

এদিন ধৃতদের জামিনের আবেদন করে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, ‘এফআইআরে নাম থাকা কাউকে বাঁচাতে নিরাপরাধদের ধরছে পুলিশ। প্রথমে ২জনকে গ্রেফতার করে বাকিদের নাম পাওয়া ছাড়া কোনও তথ্য নেই। এলাকায় ছিল না, তাও গ্রেফতার করা হয়েছে।’ পাল্টা দাবি করে জামিনের বিরোধিতায় সরকারি আইনজীবী বলেন, ‘সরকারি কর্মীদের মারধরে অভিযুক্ত ধৃতরা।’ জামিনের আর্জি খারিজ করে ধৃত ৪জনেরই ২৪ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত দেয় আদালত।