বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুজফফর আহমেদের ১৩২তম জন্মদিন পালন করা হলো বাঁকুড়ায়

News Sundarban.com :
আগস্ট ৫, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

ভারতের কমিউনিষ্ট আন্দোলন তথা শ্রমজীবী মানুষের আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুজফফর আহমেদের ১৩২তম জন্মদিন আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের উদ্যোগে। রাজ্য জুড়ে লকডাউন চললেও অত্যাবশ্যকীয় পরিশেবায় যুক্ত হ‌ওয়ার সুবাদে লোডিং আনলোডিং’এর কাজে যোগ দিতে আসতে হয়েছিল মুটিয়া শ্রমিকদের – তাঁরাই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁদের কর্মস্থল বাঁকুড়া কেরাণীবাঁধের নন্দী মিলে এই দিনটি উদযাপনের।

সিআইটিইউ’র রক্ত পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সিআইটিইউ’র বাঁকুড়া জেলা কমিটির অন্যতম সহ-সভাপতি ভৃগুরাম কর্মকার। – এরপর মুজফফর আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রতীপ মুখার্জী, ভৃগুরাম কর্মকার, মুটিয়া ইউনিয়নের জেলা সম্পাদক তপন দাস, সোহরাব মন্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ। এরপর এক সংক্ষিপ্ত সভায় সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জী মুজফফর আহমেদের জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন এবং তার থেকে শিক্ষা নিয়ে অতিমারি ও লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে মোদী ও মমতা সরকার শ্রমজীবি মানুষের উপর যে তীব্র আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।