শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এখন অযোধ্যার রাস্তায় আর গুলির শব্দ প্রতিধ্বনিত হবে না, কারফিউ থাকবে না, এখন দীপোৎসব ও রামোৎসব হবে

News Sundarban.com :
জানুয়ারি ২২, ২০২৪
news-image

সমগ্র দেশ ‘রামময়’ হয়ে উঠেছে, মনে হচ্ছে আমরা ত্রেতাযুগে প্রবেশ করেছি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং অন্যান্য এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমি স্বাগত জানাই।” যোগীর কথায়, “সমগ্র দেশ ‘রামময়’ হয়ে উঠেছে। মনে হয় আমরা ত্রেতাযুগে প্রবেশ করেছি।” যোগী বলেছেন, “রাম মন্দির সেখানেই তৈরি হয়েছে, যেখানে আমরা মন্দির নির্মাণের সংকল্প করেছি।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “এখন অযোধ্যার রাস্তায় আর গুলির শব্দ প্রতিধ্বনিত হবে না। কারফিউ থাকবে না। এখন এখানে দীপোৎসব ও রামোৎসব হবে। রাজপথে প্রতিধ্বনিত হবে শ্রী রামের নাম ‘সংকীর্তন’, কারণ এখানে রামলালার প্রতিষ্ঠাই রাম রাজ্যের ঘোষণা।” রাম মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং সংকল্প ছাড়া সম্ভব হত না। বক্তব্য রাখতে উঠে এমনটাই জানালেন যোগী আদিত্যনাথ। যোগী বলেন, “আমাদের প্রজন্ম ধন্য, যাঁরা এই মুহূর্তের সাক্ষী হতে পারলেন।”