শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজস্থান থেকে উদ্ধার হল বাসন্তীর কিশোরী

News Sundarban.com :
জুন ১১, ২০১৮
news-image

৪টি বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই হঠাৎই নিখোঁজ হয়ে যায় এক কিশোরী।
নিখোঁজ কিশোরীর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ও অাত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে কিশোরীর মা সাইফুননিসা মোল্ল্যা গত ২৪ এপ্রিল দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন।অবশেষে বাসন্তী থানার কলাহাজরার হোগলবেড়িয়া গ্রামের ঐ কিশোরী রাজস্থানের যোধপুরে এক আত্মীয়ের বাড়ী থেকে উদ্ধার হয়।
পুলিশের কাছে ঐ নাবালিকা কিশোরীর অভিযোগ তার বাবা মা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে,রাজী না হওয়ায় তার উপর বেধড়ক মারধোর করে অত্যাচার করা হতো।
অন্য দিকে কিশোর বাবা মা অভিযোগ অস্বীকার করে বলেন “ব্যাঙ্ক থেকে প্রায় ২৬ হাজার টাকা তুলে নিয়ে পালিয়ে গিয়েছিল।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাসন্তী থানার পুলিশ। একটি মোবাইল ফোনের হদিশ পেয়ে রাজস্থানের যোধপুর পুলিশের সাথে যোগাযোগ করে বাসন্তী থানার এসআই সুব্রত উপাধ্যায়।শুক্রবার বাসন্তীতে ফিরিয়ে আনা হয় কিশোরীকে।
এরপর কিশোরী তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে অস্বীকার করে এবং পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করলে বাসন্তী থানার পুলিশ কিশোরী কে চাইল্ড লাইনের হাতে তুলে দেন।