শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রসাদ দেওয়ার নামে সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ

News Sundarban.com :
জানুয়ারি ২০, ২০২৪
news-image

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, ওই দিনই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। হিসেব মত রাম মন্দিরের উদ্বোধন হতে বাকি রয়েছে আরও দুদিন। প্রসাদ দেওয়ার নামে সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ উঠল এক নামী অনলাইন বিপণি সংস্থার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিপণি সংস্থাকে সতর্ক করে নোটিশ দিল কেন্দ্রীয় সরকার।

এই বিষয়ে কেন্দ্রকে অভিযোগ জানায় কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। তারা বলেন, একটি নামী অনলাইন বিপণি সংস্থা রামমন্দিরের ‘প্রসাদ’ দেওয়া হবে বলে মানুষকে বিভ্রান্ত করছে। সিএআইটি-র থেকে এই অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করেছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি। ইতিমধ্যেই তারা ওই সংস্থাকে নোটিশ পাঠিয়ে জবাব তলব করেছে। কেন এই ধরনের কাজ করেছে ওই বিপণি সংস্থা, তার জন্য ৭ দিনের সময় দেওয়া হয়েছে জবাবদিহি করার জন্য। পাশাপাশি হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, সংস্থা যদি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হয় তা হলে ২০১৯-এর উপভোক্তা আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।