বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের বাজারে লোডশেডিং নয় কড়া নির্দেশ রাজ্য সরকারের

News Sundarban.com :
জুন ১৯, ২০১৮
news-image

দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে গরম। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং ৷ বিশ্বকাপের বাজারে লোডশেডিং মোটেই ভালোভাবে নিচ্ছেন না ফুটবলপ্রেমী জনতা ৷ বিশ্বকাপের বাজারে কলকাতা –র উত্তর –দক্ষিণ শহরতলীগুলিতে পা বাড়ালেই চলছে লোডশেডিংয়ের দাপট ৷ তাই পরিস্থিতি সামাল দিতে WBSEDCL ও WBSETCL –র প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক হয় ৷ বৈঠক ডেকেছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিদ্যৎ দফতরের ডিস্ট্রিবিউশান ও ট্রান্সমিশন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ এই মুহূর্তে স্বাভাবিকের থেকে ২০ শতাংশ চাহিদা বেড়েছে বিদ্যুতের ৷ গরম ও খেলা একসঙ্গে চলাতেই এই চাহিদাবৃদ্ধি ৷ আপৎকালীন সার্ভিসের জন্য ইতিমধ্যেই ৭ কোটি টাকা খরচ করছে বিদ্যুৎ দফতর ৷ অন্য বছর এ সময় বিদ্যুতের চাহিদা থাকে ৫ হাজার মেগাওয়াট সেটা এবছর একলাফে বেড়ে হয়েছে ৭ হাজার মেগাওয়াট ৷ বহু লোককে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে যাতে কোনওভাবেই বিদ্যুত ঘাটতি না থাকে ৷ এদিকে বিদ্যুৎ সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন হুকিংও এই বিদ্যুত ঘাটতির বড় কারণ ৷এদিকে বিদ্যু ৎ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে না জানিয়ে বিদ্যুতের ব্যবহার বেড়েছে ৷ বেড়েছে ধর্মীয় অনুষ্ঠান থাকার কারণেও ৷