শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভবঘুরের কাছ থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৩, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার,  ক্যানিং:

গত ২০ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার বিকালে ক্যানিং বাসষ্ট্যানের এক ভবঘুরের কাছ থেকে একটি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড উদ্ধার করেন ক্যানিংয়ের ব্লক যুবতৃণমূল সভাপতি পরেশ রাম দাস।অ্যাডমিট উদ্ধার করে শনিবার সকালেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ে পৌঁছে দেন স্কুল কর্তৃপক্ষের কাছে।
ক্যানিংয়ের ট্যাংরাখালি পরশুরাম যামিনীপ্রাণ উচ্চমাধ্যমিক হাইস্কুলের ছাত্রী প্রিয়া হালদার।তার মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র ক্যানিংয়ের দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়।গত বৃহষ্পতিবার ভূগোল পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার সময় ক্যানিংয়ে তার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড হারিয়ে যায়। যদিও এই মাধ্যমিক পরীক্ষার্থী জানতো মাধ্যমিকের সমস্ত কাগজপত্র তার স্কুল ব্যাগের মধ্যে রয়েছে।শনিবার যথারীতি ইতিহাস পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রের সামনে হাজীর হয় প্রিয়া হালদার। পরীক্ষা কেন্দ্রে দরজার সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে অ্যাডমিট কার্ড বের করতে যায়।কিন্তু ব্যাগের মধ্যে কোন অ্যাডমিট কার্ড না থাকায় কান্নায় ভেঙে পড়ে। মেয়ের সাথে তার বাবা নেপাল হালদার কি করবেন ভেবে উঠতে না পেরে তিনিও কান্নায় ভেঙে পড়েন।এমন বিপদে বাবা ও মেয়ে সোজা ক্যানিং বাসষ্ট্যান্ড পরেশ রাম দাসের মাধ্যমিক পরীক্ষা সহায়তা কেন্দ্রে হাজীর হয়। সেখানে এমন বিপদ থেকে উদ্ধারের জন্য সাহায্য প্রার্থনা করেন।কান্নাকাটিও শুরু করে দেন বাবা ও মেয়ে।পরেশ রাম দাস সহ ক্যানিং বাসষ্ট্যান্ডে মাধ্যমিক পরীক্ষা সহায়তা কেন্দ্রের উত্তম দাস,হরেন ঘোড়ুই সহ অন্যান্যরা বাবা ও মেয়ে কে স্বাত্বনা দিয়ে বলেন চিন্তার কিছু নেই। দ্বারিকানাথ বিদ্যালয়ে একটি অ্যাডমিট কার্ড জমা দিয়ে এসেছি। সেটাই হয়তো আপনার মেয়ে প্রিয়া হালদারের হবে। এমন কথা শুনেই হন্তদন্ত হয়ে স্কুলে রওনা দেওয়ার জন্য পা বাড়ায় বাবা ও মেয়ে।সেই সময় মাতলা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস বলেন হেঁটে স্কুলে গেলে দেরী হবে।গাড়ীতে যান। আমরা গাড়ীর ব্যবস্থা করে রেখেছি।পরীক্ষা শুরু হতে আর মিনিট কুড়ি বাকী।দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের সামনে গিয়ে হারিয়ে যাওয়া অ্যডমিট কার্ডের কথা জানায় স্কুল কর্তৃপক্ষ কে। স্কুল থেকে শিক্ষিকারা হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড টি দেখেন প্রিয়া হালদারের । তাঁরা সাথে সাথে এই ছাত্রীর হাতে অ্যাডমিট কার্ড তুলে দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেন।মেয়ে কে পরীক্ষা কেন্দ্রের মধ্যে দিয়ে নেপাল বাবু আবার হন্তদন্ত হয়ে ক্যানিং বাসষ্ট্যান্ডে ফিরে যায়। সেখানে গিয়ে সহায়তা কেন্দ্রের লোকজনদের কাছে কৃতঞ্জতা জানান।এবিষয়ে ক্যানিং সহায়তা কেন্দ্রের পরেশ রাম দাস ও উত্তম দাস বলেন “মাধ্যমিক পরীক্ষার্থী যাতে কোন প্রকার অসুবিধায় না পড়ে তাদের উদ্দেশ্যে আমাদের এই সহায়তা কেন্দ্র।মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়ার হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড উদ্ধার করে সঠিক সময়ে পরীক্ষায় বসাতে পেরে আমাদের আনন্দ লাগছে। আগামী দিনেও পরীক্ষার দিন গুলিতে পরীক্ষার্থীদের যাতে কোন প্রকার সমস্যা কিংবা অসুবিধা না হয় সে বিষয়েও আমাদের কড়া নজর থাকবে।”