শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠান্ডার রেশ এখনও কায়েম রয়েছে কলকাতায়, রবিবার আরও কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ

News Sundarban.com :
জানুয়ারি ২৮, ২০২৪

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, বুধবার অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে আবারও মেঘ জমবে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গের আকাশে। জানুয়ারির শেষ থেকে বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায়। নতুন মাসের প্রথম দিন থেকে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। ফলে আবার চড়বে তাপমাত্রার পারদ।

তবে, ঠান্ডার রেশ এখনও কায়েম রয়েছে কলকাতায়। শুধু কলকাতা নয়, প্রায় গোটা দক্ষিণবঙ্গেই রবিবারও শীত অনুভূত হয়েছে। তিলোত্তমায় রবিবার আরও কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ। খুব কনকনে ঠান্ডা না থাকলেও শীতপ্রেমীদের আরাম দিতে একটানা বইছে উত্তুরে হাওয়াও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নীচে। শীতের আমেজ আর কত দিন থাকবে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঁকি দিয়েছে মানুষের মনে। এরইমধ্যে ফেব্রুয়ারি মাসের শুরুতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।