বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিড়লা প্লানেটরিয়ামের কাছে শহীদবেদীতে মাল্যদান করতে আসেন ফিরহাদ

News Sundarban.com :
জুলাই ২১, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স:  বিড়লা প্লানেটরিয়ামের কাছে শহীদবেদীতে মঙ্গলবার মাল্যদান করতে আসেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, ১৯৯৩সালের ২১ জুলাই রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক জন্ম হয়নি। তাই এই আবেগ ও গুরুত্ব বোঝা তারপক্ষে সম্ভব নয়। দীলিপবাবু একুশে জুলাই নিয়ে কড়া মন্তব্য বালখিল্যের মত। দীর্ঘ বাম জমানার অবসান ঘটাতে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান এর ডাক দেওয়া হয়েছিল। আর সেই অভিযানে অংশগ্রহণ কারীদের উপর নির্বিচারে পুলিশের গুলি চালানোর ফলে শহীদ হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকদের।
পাশাপাশি তিনি বলেন, ২১ জুলাই এর মঞ্চ থেকেই প্রতিবছর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাবাংলা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য নতুন দিশা দেখান। এ রাজ্যে সাম্প্রদায়িকতাকে দূরে সরিয়ে, আগামীদিনেও উন্নয়নের জোয়ারে নতুন বাংলা গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ ধরেই চলবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।