শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান ‘বীর চক্র’-এ ভূষিত হলেন

News Sundarban.com :
নভেম্বর ২২, ২০২১
news-image

ভারতের বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান দেশটির তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক ‘বীর চক্র’-এ ভূষিত হয়েছেন।

যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য এই পদকটি দেওয়া হয়। এই ক্যাটাগরির দ্বিতীয় পদক হলো ‘মহাবীর চক্র’ ও প্রথমটি হলো ‘পরমবীর চক্র’।

সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অভিনন্দনের হাতে পদকটি তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন।

এর আগে চলতি মাসের শুরুতে অভিনন্দনকে উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন সেনাবাহিনীর কর্নেলের সম মর্যাদার।

১৯৯৯ সালে কারগিল যুদ্ধে সাহসিকতার জন্য স্কোয়াড্রন লিডার অজয় আহুজা এবং উইং কমান্ডার একে সিনহার পর অভিনন্দনই প্রথম ভারতীয় বিমান বাহিনী সদস্য যিনি বীর চক্র পদকে ভূষিত হলেন। আহুজা পদকটি মরণোত্তর পেয়েছিলেন। -হিন্দুস্তান টাইমস