সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কার্গিল যুদ্ধের সাহসী জওয়ানদের স্মরণ সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের

News Sundarban.com :
জুলাই ২৬, ২০২৩
news-image

কার্গিল বিজয় দিবসে বীর সেনা জওয়ানদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। বুধবার কার্গিল বিজয় দিবসে সেনাপ্রধান বলেছেন, দেশ কখনই জওয়ানদের সর্বোচ্চ আত্মত্যাগ ভুলবে না। ২৬ জুলাই দিনটি দেশজুড়ে পালিত হয়েছে কার্গিল বিজয় দিবস।

 

১৯৯৯ সালে ২৬ জুলাই কার্গিল যুদ্ধে জয়লাভ করে ভারত। লাদাখের কার্গিলে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ ৬০ দিনের যুদ্ধে ভারতীয় সেনার জওয়ানরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়।

কার্গিল যুদ্ধের সাহসী জওয়ানদের স্মরণ করে সেনাপ্রধান মনোজ পান্ডে বলেন,১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে আমাদের সৈন্যদের সর্বোচ্চ আত্মত্যাগকে দেশ কখনও ভুলবে না ‘অপারেশন বিজয়’-এর কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, কার্গিলের বরফ এবং সীমাহীন উচ্চতায় একটি কঠিন এবং একটি উচ্চ-তীব্র সামরিক অভিযান ছিল অপারেশন বিজয়। তাঁর কথায়, “অপারেশন বিজয় ছিল একটি কঠিন এবং একটি উচ্চ-তীব্র সামরিক অভিযান। একটি চ্যালেঞ্জ যা আমাদের সৈন্যরা সম্পন্ন করেছিল। আমি আমাদের বিমান যোদ্ধাদেরও তাদের অবদানের জন্য প্রশংসা করতে চাই।”