শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গান

News Sundarban.com :
অক্টোবর ১৯, ২০২০
news-image

গান
সুবীর সরকার

সারা রাত বৃষ্টির ভেতর তরজা গান শুনেছি
অসুখের প্রতিশব্দ ভেঙে যাওয়া স্বপ্ন
লিপিড প্রোফাইল রিপোর্ট থেকে বেরিয়ে
আসছে সারি সারি পিঁপড়ে
জ্বরের কি কোন পূর্বাভাস থাকে!
সর্দি ও কাশি জড়ানো জীবন
আমাদের
সামান্য আগুন চাইছি আর দূরেই থাকছে
গলাব্যথা
যোদ্ধাদের মনখারাপ নেই।
অতিশয় ছোট পাখিদের অপমৃত্যু
নেই।
স্বপ্নের ভেতর ঘোড়াদের আদর করি।
আর থই থই আস্তাবল। রক্তচাপ নিয়ে বসে
থাকি।

বাংলা কবিতায় ভিন্ন স্বর নিয়ে যিনি পা রেখেছেন তিনি আর কেউ নন, কবি সুবীর সরকার। পশ্চিমবঙ্গের উত্তর জনপদের কোচবিহারে তাঁর জন্ম ও বসবাস। নয়ের দশকের কবিদের মধ্যে তিনি আলোচিত নাম।

তাঁর কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে “বিবাহ বাজনা”, ” গান জংশন” ইত্যাদি। এছাড়াও “উত্তর জনপদ বৃত্তান্ত” ও “লোক পুরাণ” তাঁর গদ্যের বই।