মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট লিডারস’-এর তালিকায় উঠল মুকেশ আম্বানির নাম

News Sundarban.com :
এপ্রিল ২০, ২০১৮
news-image

এবছরের ‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট লিডারস’-এর তালিকায় উঠল মুকেশ আম্বানির নাম। ‘ফরচুন’ ম্যাগাজিনের তরফ থেকে এই খেতাব পেলেন আম্বানি। সেরার তালিকায় আম্বানি রয়েছেন ২৪ নম্বরে। ‘ফরচুন’-এর তরফে আরও বলা হয়,  জিও পৃথিবীর প্রথম সম্পূর্ণ আইপি বেসড মোবাইল নেটওয়ার্ক। ২০১৬’র সেপ্টেম্বরে জিও লঞ্চ করার পর থেকেই প্রায় ১৬৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। জিও-র সাফল্যর মূল চাবিকাঠি– সস্তায় মোবাইল ডেটা ও ফ্রি কলের সুবিধা। ‘জিও-ফিকেশন’-এর পর ভারতের অন্যান্য মোবাইল নেটওয়র্ক প্রোভাইডার-রাও বাধ্য হয়েছে তাদের প্যাকেজিং-এর দাম কমাতে। ফলে, ভারতে মাসিক ডেটা কনসাম্পশন ১,১০০০ শতাংশ বেড়ে গিয়েছে।
আজই মুক্তি পেল, ‘ফরচুন’-এর ২০১৮’র সেরা ৫০ নেতার তালিকা। রয়েছেন আর্কিটেক্ট বালকৃষ্ণা দোশী, অ্যাপেল-এর সিইও টিম কুক, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ড্রা আর্ডেন, ফুটবল কোচ নিক সাবানও।
আজ আম্বানির জন্মদিন। ৬১-তে পা দিলেন এই কিংবদন্তী পুরুষ। ম্যাগাজিনের তরফে জানানো হয়, দু’বছরের কম সময়ে মুকেশ আম্বানি মোবাইল ডেটা সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছেন। টেলিকম মার্কেটকে নিয়ে গিয়েছেন এক অন্য মাত্রায়।