বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৭৮তম গোল্ডেন গ্লোব সেরার পুরস্কার পেলেন কারা?

News Sundarban.com :
মার্চ ১, ২০২১
news-image

৭৮তম গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে দেখা যায়নি অনেক তারকাকেই। মহামারিকালের নতুন স্বাভাবিকে বিশ্বের মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে বেভারলি হিল্টন হোটেলে, অনেকে অংশগ্রহণ করেছেন অনলাইনে। রোববার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বিখ্যাত বেভারলি হিল্টন হোটেলের লাউঞ্জে জমকালো আয়োজনে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরাই কেড়ে নিয়েছেন সব আলো।

মার্গো রবি

কালো-সাদা স্লিট গাউনে মূল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হলিউড তারকা মার্গো রবি। উপস্থিত ছিলেন গ্যাল গাদত, কেভিন বেকন, কাইরা সেজউইক, মাইকেল ডগলাস, ক্যাথরিন জেটা জোনসসহ আরও অনেকে।

 সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন অ্যান্ড্রা ডে

অনলাইনে যুক্ত হয়েছেন অনেক তারকাই। ‘নোমাডল্যান্ড’ আর ‘বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম’ বাগিয়ে নিয়েছে একাধিক বড় পুরস্কার। ড্রামা সিরিজ বিভাগে ‘দ্য ক্রাউন’-এর জয়জয়কার। সেরা তিনটি পুরস্কারের সবই গেছে এই সিরিজের কাছে। প্রতিবছর এই অনুষ্ঠান আয়োজন করে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সরাসরি সম্প্রচার করে এনবিসি নেটওয়ার্ক। এবারও তার ব্যতিক্রম হয়নি।

লালগালিচায় গ্যাল গ্যাদত

একনজরে দেখে নেওয়া যাক সেরার পুরস্কারগুলো।

সেরা সিনেমা (ড্রামা): ‘নোম্যাডল্যান্ড’
সেরা অভিনেত্রী (ড্রামা): অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিরি হলিডে)
সেরা অভিনেতা (ড্রামা): চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম)
সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি): ‘বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম’
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): রোসামুন্ড পাইক (আই কেয়ার আ লট)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): সাচা ব্যারোন কোহেন (বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম)

‘নোম্যাডল্যান্ডে’র একটি দৃশ্য

সেরা সহ-অভিনেত্রী: জোডি ফস্টার (দ্য মৌরিতানিয়ান)
সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুয়া (জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
সেরা চিত্রনাট্য: ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭’
সেরা সিনেমা (অ্যানিমেশন): ‘সোল’
সেরা বিদেশি ভাষার সিনেমা: ‘মিনারি’ (যুক্তরাষ্ট্র)
সেরা গান: সিন (দ্য লাইফ অ্যাহেড)
সেরা টিভি সিরিজ (ড্রামা): ‘দ্য ক্রাউন’
টিভি সিরিজে সেরা অভিনেত্রী (ড্রামা): এমা করিন (দ্য ক্রাউন)
টিভি সিরিজে সেরা অভিনেতা (ড্রামা): জস ও কনর (দ্য ক্রাউন)