মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তর কোরিয়া ট্রাম্পকে ‘পাগল কুকুর’ বলে কটাক্ষ করল

News Sundarban.com :
জানুয়ারি ১৬, ২০১৮
news-image

কোরিয়া সমস্যা সমাধানে যেখানে ভারত, আমেরিকা সহ ২০টি দেশের প্রতিনিধি প্রচেষ্টায়, সেখানে ফের একবার শান্তি স্থাপনের প্রচেষ্টাকে বিফলে দিল, উত্তর কোরিয়া৷ মঙ্গলবার উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্টের নিউক্লিয়ার বাটন ট্যুইটকে কটাক্ষ করে ফের একবার মন্তব্য করে৷ আর সেই মন্তব্যে সরাসরি ট্রাম্পের হুমকিকে পাগল কুকুরের চিৎকার বলে উল্লেখ করেছেন৷
প্রসঙ্গত, বছরের শুরুতেই আমেরিকার উদ্দেশ্যে পরমাণু বোমা ছোঁড়ার হুমকি দেন উত্তর কোরিয়ার কিম জং উন৷ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘আমার টেবিলের নিচে পরমাণু অস্ত্র ছোঁড়ার বাটন থাকে৷ সেটা শুধু টিপে দেওয়ার অপেক্ষা৷’’ জবাব দিতে দেরি করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ট্যুইটারে তার প্রতিক্রিয়া, ওঁকে কেউ জানিয়ে দিক আমার টেবিলের নিচেও পরমাণু অস্ত্র ছোঁড়ার বাটন রয়েছে৷ সেই বাটন অনেক বড় এবং উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের থেকে তার কার্যকর ক্ষমতা অনেক বেশি৷’ দক্ষিণ কোরিয়ায় আগামী মাসে হতে চলা উইন্টার অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ যখন শান্তির পথ প্রশস্ত করছিল বলে মনে হচ্ছিল, ঠিক তখনই কিমের এই হুমকি যেন ফের আশঙ্কা জাগিয়ে তুলল৷
উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রোডোং সিনমন মঙ্গলবারে বলা হয়, পিয়ংইয়ং-এর শক্তিতে ভীত আমেরিকা৷ মার্কিন প্রেসিডেন্টের মানসিক ভারসাম্যও যে ঠিক নেই অর্থাৎ তাকে পাগল বলতেও ছাড়েনি উত্তর কোরিয়া৷