সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোনয়ন ঘিরে অশান্তি দিনহাটায়, বিজেপি প্রার্থীদের গাড়ি ভাঙচুর

News Sundarban.com :
জুন ১৫, ২০২৩
news-image

মনোনয়ন পর্বের শেষ দিনে যেমন উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলি চলায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন, তেমনই বৃহস্পতিবার দিনহাটার ত্রিমোহিনী এলাকায় বিজেপি প্রার্থীদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপি প্রার্থীরা যখন মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তখনই ভাঙচুর চালায়। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পালটা দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে ওই ভাঙচুর চালানো হয়। জানা গিয়েছে, এদিন দুপুরে নাজিরহাট, শালমারা থেকে গাড়ি করে সাহেবগঞ্জ বিডিও অফিসে মনোনয়নের জন্য যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেসময় ত্রিমোহিনী এলাকায় বাঁশ লাঠি নিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি নেতা অজয় রায় বলেন, ‘তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা হামলা চালিয়েছে।’ অভিযোগ অস্বীকার করে তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ‘বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরে ওই ঘটনা ঘটেছে।