বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হৃদরোগে মারা গেছেন ফার্স্ট লেডি বারবারা বুশ

News Sundarban.com :
এপ্রিল ১৮, ২০১৮
news-image

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় মঙ্গলবার তিনি মারা যান। খবর বিবিসির। বারবারা বুশ দীর্ঘদিন ধরে ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বারবারা বুশ যুক্তরাষ্ট্রের একমাত্র নারী, যার স্বামী ও ছেলে দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

তার স্বামী জর্জ এইচডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া তার ছেলে জর্জ ডব্লিউ বুশ দেশটির ৪৩তম প্রেসিডেন্ট ছিলেন এবং পর পর দুবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। বারবারা বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ছিলেন। এছাড়া তিনি স্বাক্ষরতা অভিযানের একজন অগ্রদূত ছিলেন।