বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দ্রবাবু নাইডুকে গৃহবন্দি করল জগনমোহন রেড্ডি সরকার

News Sundarban.com :
সেপ্টেম্বর ১১, ২০১৯
news-image

বিক্ষোভ আন্দোলন সামাল দিতে তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডুকে গৃহবন্দি করল জগনমোহন রেড্ডি সরকার। একইসঙ্গে গৃহবন্দি করা হল চন্দ্রবাবুর ছেলে নাড়া লোকেশ ও টিডিপির একাধিক নেতাকে। এনিয়ে উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ।

কর্মীদের হুমকি ও ৮ কর্মীর খুনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বুধবার একটি বিক্ষোভ আন্দোলনের আয়োজন করে টিডিপি। সেই আন্দোলন সামাল দিতে আগেভাগেই পাইকারি গ্রেফতারের রাস্তা নিল জগন সরকার। গৃহবন্দি করা হয়েছে দেবীনেই অবিনাশ, কেশিনাই নানি ও ভূমা অখিলপ্রিয়াকে। ১৪৪ ধারা জারি করা হয়েছে নারাসারাওপেটা, সাত্তেনাপালে, পালান্ডু, গুরাজালায়।

গ্রেফতার নিয়ে সংবাদমাধ্যমে চন্দ্রবাবু বলেন, গণতন্ত্রে আজ একটি কালো দিন। আজ সন্ধে ৮টা থেকে এর প্রতিবাদে অনশনে বসব।