শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে সব ধরনের ফ্লাইট

News Sundarban.com :
মার্চ ১৩, ২০১৮
news-image

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর বিমানবন্দরটি থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। ছেড়ে যাচ্ছে না কোনো বিমান। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সব ফ্লাইট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া যেগুলো ফ্লাইট ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা সে ফ্লাইটগুলোকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়েছে। নেপালের স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে উড়োজাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের ইউএস-বাংলার উড়োজাহাজটিতে মোট ৭১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্র। উড়োজাহাজটি ঢাকা থেকে নেপালে যাচ্ছিল। উড়োজাহাজটি থেকে আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে।