বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্ট্র্যান্ড রোডের বহুতলে বিধ্বংসী আগুন, বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা

News Sundarban.com :
মার্চ ৮, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: স্ট্র্যান্ড রোডের বহুতলে বিধ্বংসী আগুন।বহুতলের ১৩ তলায় আগুন লেগেছে। ৫-৬ জন দমকলকর্মীর মৃত্যুর আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের ১৪ টি ইঞ্জিন। বাড়ানো হতে পারে ইঞ্জিনের সংখ্যা। বর্তমানে দমকলের যাতায়াতের সুবিধার্তে স্ট্র্যান্ড রোড বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের দফতরে ওই আগুন লেগেছে। ওই ১৩ তলাতেই দক্ষিণ-পূর্ব রেলের চার্ট তৈরির সার্ভার রয়েছে। ফলে সেই সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আগুনের জেরে এক ব্যক্তি আহত হয়েছেন, তাঁকে ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে হাসপাতালে।

১৩ তলায় আগুন লেগেছিল। তবে পরে সেই আগুন ছড়িয়ে পড়ে নীচের তলাগুলোতেও। ১২ তলাতেও আগুন ছড়িয়ে পড়েছে। অনেক দূর থেকেই আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আগুন এই মুহূর্তে যেভাবে ছড়িয়ে পড়েছে, দমকল কর্মীরা আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টা করছেন। তবে আগুনের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান বাধা বহুতলের উচ্চতা। দমকলকর্মীরা হাইড্রলিক ল্যাডার নিয়ে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন।

প্রশ্ন উঠছে, কীভাবে আগুন লাগল? প্রত্যক্ষদর্শী বা দুর্ঘটনার সময় ওই বহুতলে যাঁরা ছিলেন, তাঁদের কাছে কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়া মাত্র গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়।

স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন। ঘটনার স্থলে যান ফিরহাদ হাকিম। সাড়ে ৯ টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে। তবে আগুন যাতে নতুন করে না ছড়িয়ে যায় তা নিশ্চিত করতে কুলিং প্রসেস চালানো হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে এখনও পর্যন্ত পরপর ৫ টি অ্যাম্বুলেন্স ওই বিল্ডিংয়ে প্রবেশ করেছে। ফলে কতজন কীভাবে আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।