ইমফল পৌঁছলেন দিল্লির মহিলা কমিশন-প্রধান স্বাতী মালিওয়াল

রবিবার সকালে ইমফল বিমানবন্দরে অবতরণ করে দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল মণিপুর সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, মণিপুর সরকার তাঁকে রাজ্যে আসতে অনুমতি দেয়নি। এছাড়া যৌন সহিংসতার শিকার মহিলাদের সাথে যোগাযোগ করারও অনুমতি দিতে চায়নি সরকার। মালিওয়াল বলেন, মণিপুরে সংগঠিত জাতিগত সহিংসতা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের সহায়তা প্রদান করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
স্বাতী মালিওয়াল বলেন, দুঃখজনক ভিডিও দেখে সংঘর্ষ-বিধ্বস্ত মণিপুরে এসে পীড়িতদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে গত ২১ জুলাই মণিপুর সরকারের সাথে তিনি যোগাযোগ করেছিলেন। কিন্তু এ মহূর্তে আইন-শৃঙ্খলাজনিত কারণে তাঁকে মণিপুরে আসার অনুমতি দেওয়া যাবে না বলে রাজ্য সরকার জানিয়েছিল। এর পর তিনি আবার যোগাযোগ করার পর আজ ২৩ জুলাই মণিপুর আসতে অনুমতি দিয়েছিল সরকার।