বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মিড-ডে মিলে পড়ুয়াদের দেওয়া হল শুকনো মুড়ি আর চানাচুর

News Sundarban.com :
সেপ্টেম্বর ৩, ২০১৯
news-image

ভাতের থালায় ভাত নয়, দেওয়া হল মুড়ি।  মিড-ডে মিলে পড়ুয়াদের দেওয়া হল শুকনো মুড়ি আর চানাচুর। ঘটনাটি ঘটেছে বালির জোড়া অশ্বথ তলা প্রাথমিক বিদ্যালয়ে। এই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কেন ওই পড়ুয়ারা মিড-ডে মিলে মুড়ি, চানাচুর খাচ্ছে? তা জানতে গিয়ে সামনে এল আরও এক গুরুতর অভিযোগ।

গতকাল স্কুলের টিফিনের সময় পড়ুয়াদের দেখা যায় ভাতের থালায় মুড়ি খেতে। মুড়ির সঙ্গে ছিল চানাচুর। রাজ্য সরকার সপ্তাহের কোনদিন কী মিড-ডে মিল দেওয়া হবে, তা নির্দিষ্ট করে দিয়েছে। ভাত, ডালের সঙ্গে সবজি অথবা মাছের ঝোল বা ডিমের ঝোল দেওয়ার কথা পড়ুয়াদের। সেখানে খুদের দল খাচ্ছে মুড়ি-চানাচুর! একথা জানাজানি হতেই আজ স্কুলে এসে বিক্ষোভ দেখান অভিভাবকরা।