শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়ের মধ্য দিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের জায়গা করে নিল মিসর

News Sundarban.com :
অক্টোবর ৯, ২০১৭
news-image

মোহাম্মদ সালাহর শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মিসর। রোববার রাতে আফ্রিকান অঞ্চলের ‘ই’ গ্রুপের ম্যাচে কঙ্গোকে ২-১ গোলে পরাজিত করে মিসর। দারুণ জয়ের মধ্য দিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল দেশটি।

মিসরের ঐতিহাসিক জয়ে জোড়া গোল করেন লিভারপুল স্ট্রাইকার সালাহ। কঙ্গোর হয়ে একমাত্র গোলটি করেন আর্নল্ড বোকা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩তম মিনিটে মিসরকে এগিয়ে নেন সালাহ। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে আর্নল্ডের গোলে সমতায় ফেরে কঙ্গো। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে মিসর বিশ্বকাপের টিকিট এনে দেন সালাহ। বাছাইপর্বের এক ম্যাচ বাকি থাকতে চার পয়েন্ট এগিয়ে থাকায় বিশ্বকাপে জায়গা করে নেয় মিসর।

১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে খেলেছিল মিসর। প্রায় তিন দশক পর বিশ্বকাপে জায়গা করে নেয়ায় আনন্দ-উৎসবে মেতে ওঠেন মিসরিরা। সৌদি আরবের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয় দেশটি।