বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঘ সুমারির কাজে লেগে পড়েছেন বনকর্মীরা

News Sundarban.com :
ডিসেম্বর ৭, ২০২১
news-image

ঘূর্ণিঝড় আমফন ও ইয়াসের দাপটে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের। তবে জাওয়াদ আগেই শক্তি হারিয়ে ফেলায় ততটা ক্ষতি হয়নি। তবুও সাবধানের মার নেই, তাই বাঘ শুমারি পিছিয়ে দিয়েছিল রাজ্যের বন দফতর। আগে ঠিক ছিল ৫ ডিসেম্বর থেকে শুরু হবে সুন্দরবনে বাঘ গণনার কাজ। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় তা পিছিয়ে ৭ ডিসেম্বর করা হয়। সেইমতো মঙ্গলবার থেকে শুরু হল বাঘ সুমারির কাজে লেগে পড়েছেন বনকর্মীরা।

এবার এক অনন্য পদ্ধতিতে হচ্ছে সুন্দরবনের বাঘ গণনার কাজ। অত্যাধুনিক স্বয়ংক্রিয় জিপিএস ও ইনফ্রারেড প্রযুক্তি সম্বলিত হাই রেজুলেশান নাইট ভিসন ক্যামেরার সাহায্যে গোনা হবে বাঘের সংখ্যা। যার কাজ শুরু হল মঙ্গলবার থেকে।

রাজ্যের বন দফতর সূত্রে জানা যাচ্ছে, শেষ ব্যাঘ্র সুমারি অনুযায়ী সুন্দরবনে ৯৬ টির মতো বাঘ রয়েছে।

তবে বেশ কিছুদিন ধরে যেভাবে লোকালয়ে বাঘের হামলার ঘটনা ঘটছে এবং পর্যটকরা সুন্দরবনে বেড়াতে এসে বারে বারে যেভাবে বাঘের দর্শন পেয়েছেন তাতে সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা আগের থেকে বেশ খানিকটা বেড়েছে বলেই অনুমান করছেন বন আধিকারিকরা। তাই এবারের বাঘ গণনা নিয়ে উৎসাহ আরও বেড়েছে বনকর্মীদের।