বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সীমান্ত পেরিয়ে এপার থেকে ওপারে ফেনসিডিল পাচার, আটক ১

News Sundarban.com :
নভেম্বর ৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপার থেকে ওপারে ফেনসিডিল পাচার হত।
বিএসএফের চোখে ফাঁকি দিয়ে রীতিমত রমরমা ব্যবসা জমে উঠেছিল সীমান্ত এলাকায়।
এবার আর নয়, বড়োসড়ো ষড়যন্ত্রের হদিশ পায় বিএসএফ।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর গোয়েন্দা শাখা সীমান্ত ফাঁড়ি নওদার টহল দেওয়ার ব্যবস্থা করে।
সেই সঙ্গে বিএসএফ বাহিনী দিয়ে অঞ্চলটিকে ঘিরে ফেলে। টের পেয়ে চোরাচালানীরাও পালাতে শুরু করে।

বিএসএফ -এর হাতে ধরা পড়ে গণেশ মণ্ডল (১৯), বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়।
তার কাছ থেকে পাওয়া যায় ৫৯৫ টি বোতল ফেনসিডিল এবং দুটি মোবাইল। যার বাজার মূল্য ১ লক্ষ ৯৬৫ টাকা।
চোরাকারবারি গণেশ মণ্ডল জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে এই কাজ করে তার সংসার চলত।
তার কাছ থেকে জানা গেছে, কালিয়াচক থানার বিভিন্ন এলাকায় এই ফেনসিডিল দেওয়া হতো।
প্রত্যেক ৫০টি বোতলে পাচারকারির আয় হত ১৫০০ টাকা।
গ্রেপ্তার হওয়া ভারতে চোরাচালানকারির নামে এফআইআর দায়ের হয়েছে। কালিয়াচক থানায় পাঠানো হয়েছে।