রাজকুমার রাওকে জাতীয় আইকনের স্বীকৃতি দিল নির্বাচন কমিশন

অনেক বড় দায়িত্ব পেলেন অভিনেতা রাজকুমার রাও। বৃহস্পতিবার বলিউডের এই প্রখ্যাত অভিনেতাকে জাতীয় আইকন হিসেবে নিযুক্ত করেছে ভারতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে নতুন দিল্লির রং ভবনে অভিনেতা রাজকুমারের সঙ্গে সমঝোতা চুক্তিও হয়েছে।
এই উপলক্ষে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে শিক্ষা মন্ত্রকের সঙ্গে হাত মেলানোরও পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এই অনুষ্ঠানে বক্তৃতার সময় অভিনেতা রাজকুমার রাও তাঁকে জাতীয় আইকন হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি তরুণ ভোটারদের ভোট দিতে এগিয়ে আসার আহ্বান জানান।