বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বের চতুর্থ ধনীর স্থান দখল করেছেন ৪৯ বছর বয়সী এলন মাস্ক

News Sundarban.com :
আগস্ট ১৯, ২০২০
news-image

বিশ্বের চতুর্থ ধনীর স্থান দখল করেছেন এলন মাস্ক। বিপুল অর্থবিত্তের অধিকারী ৪৯ বছর বয়সী এই মানুষটি একজন সফল উদ্যোক্তা। তার আগে রয়েছেন তিন ধনকুবের জেফ বেজোস, বিল গেটস এবং মার্ক জাকারবার্গ।

স্পষ্টভাষী হিসেবে পরিচিত মাস্ক মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। সোমবার তার প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম ১১ শতাংশ বৃদ্ধি পাওয়ার পরই বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির তালিকায় তার নাম উঠে আসে। সেরা পাঁচজনের তালিকায় তার পরে রয়েছে ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নাল্টের নাম। ফোর্বসের সর্বশেষ তালিকা থেকে এই তথ্য জানা গেছে।এলন মাস্ক বর্তমানে ৮৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের মালিক। আর্নাল্টের সম্পদের মোট মূল্য ৮৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। ওদিকে জেফ বেজোসের অর্থের পরিমাণ ১৮৮ বিলিয়ন ডলার, বিল গেটসের ১২১ বিলিয়ন ডলার এবং মার্ক জাকারবার্গের অর্থের পরিমাণ ৯৯ বিলিয়ন ডলার।