শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 ফিফা আজীবন নিষিদ্ধ করল তিন সাবেক কর্মকর্তাকে 

News Sundarban.com :
নভেম্বর ২২, ২০১৭
news-image

তিন সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করল ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি গুয়াম, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিকে দুর্নীতির দায়ে নিষিদ্ধ করে।

ফিফার এথিক্স কমিটি এই নিষেধাজ্ঞা জারি করে। আজীবন নিষিদ্ধ হওয়া তিন ব্যক্তি হলেন- গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ফিফার তদন্ত এবং অভিযোগ কমিটির সদস্য রিচার্ড লাই, নিকারাগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ফিফার ডেভেলপমেন্ট কর্মকর্তা জুলিও রোচা এবং ভেনেজুয়েলান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাফায়েল একুইভেল। একুইভেল একইসঙ্গে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডানেশন কনমেবলের সাবেক ভাইস-প্রেসিডেন্ট।

ফিফার এথিক্স কমিটি ২০১৫ সালের মে মাসে একুইভেল ও রোচার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে। রিচার্ড লাইও তদন্তে দোষী প্রমাণিত হন। আজীবন নিষেধাজ্ঞার পাশাপাশি রোচা এবং একুইভেলকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।