শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

BJP যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা পূরণ করতে ব্যর্থ: বিজন ধর

News Sundarban.com :
অক্টোবর ২৭, ২০১৮
news-image

গতকাল সন্ধায় আগরতলার মেলার মাঠ এলাকায় CPI(M) র ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন বিজনবাবু। সেই সাংবাদিক বৈঠকে শাসকদলকে আক্রমণ করলেন দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। তাঁর অভিযোগ, ত্রিপুরা রাজ্যে BJP-IPFT ক্ষমতায় আসার পর সাত মাসেই আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। গত দুই মাসে রাজ্যে খুন হয়েছেন ১৫ জন, অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১১ জনের। তাঁদের মধ্যে ১১ জনই মহিলা। তাঁর আরো অভিযোগ, নতুন সরকারের আমলে ধর্ষণ সহ নারীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পেয়েছে। নতুন সরকারের আমলে দুইজন সাংবাদিকের উপরেও আক্রমণ হয়েছে। CPI(M)-র অভিযোগ, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে BJP যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, রাজ্যে মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার যোজনা বন্ধ, তা আবার চালু করতে হবে। এই কাজের দৈনিক মজুরি ৩৫০ টাকা করতে হবে। রাজ্যে কর্মসংস্থানে বাড়াতে হবে। রাজ্যের পাহাড়ি এলাকায় খাদ্য সংকট চলছে। তাই সেখানে চাল সরবরাহ দ্বিগুন করতে হবে।