সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রক্তের সংকট মেটাতে আসরে নামলো হকার্স ইউনিয়ন

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৫, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – প্রতিনিয়ত রক্তের প্রয়োজন।না হলে সমস্যায় পড়তে হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সহ মুমূর্ষ রোগী ও তাদের পরিবার পরিজনদের কে।এমত অবস্থায় রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ক্যানিং রেলওয়ে হকার্স ইউনিয়ন।শুক্রবার হকার্স ইউনিয়নের উদ্যোগে ক্যানিং স্টেশন সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল।

প্রদীপ প্রজ্জোলন করে দ্বিতীয় বর্ষের রক্তদান উৎসবের সূচনা করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস,জেলাপরিষদ সদস্য সুশীল সরদার,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন সাহা,দিঘীরপাড় পঞ্চায়েত উপপ্রধান প্রধান বিশ্ব দাস,ক্যানিং জিআরপি আধিকারীক তাপস কান্তি দে,অনিমেশ চক্রবর্তী,আরপিএফ এন কে পান্ডে,ক্যানিং রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি বিকাশ মজুমদার সহ অন্যন্য বিশিষ্টরা।
এদিন স্বেচ্ছায় রক্তদান উৎসবে ১৮ জন মহিলা সহ মোট ৫২ জন্য রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।