শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সারা দেশ ও রাজ্যের সাথে বাঁকুড়াতেও পালিত হলো মেহনতির দাবী দিবস

News Sundarban.com :
সেপ্টেম্বর ৬, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:  বেসরকারিকরণ রুখতে পারে যৌথ প্রতিরোধ, মোদী সরকারের শ্রম আইন পরিবর্তন রুখতে পারে যৌথ প্রতিরোধ, কৃষিতে কর্পোরেটকরণ রুখে দিতে পারে যৌথ প্রতিরোধ – এই কথাই আজ বক্তাদের বক্তব্যে উঠে এলো দেশব্যাপী মেহনতির দাবী দিবস পালনের কর্মসূচীতে যে কর্মসূচীর উদ্যোক্তা ছিলেন সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন। এই কর্মসূচী পালিত হলো বাঁকুড়া শহরের রেল স্টেশনের সামনে স্টেশন রোডে, মেজিয়াতে ও জেলার বিভিন্ন প্রান্তে। দাবী উঠলো চাই সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার – বিশেষ করে বিনামূল্যে কোভিডের পরীক্ষা ও চিকৎসা চাই। চাই বিনামূল্যে রেশন।

চাই আগামী ৬ মাস পর্যন্ত আয়কর যারা দেয়না এমন পরিবারকে মাসে সাড়ে ৭ হাজার টাকা নগদ সাহায্য। দিতে হবে দৈনিক ৬০০ টাকা মজুরীতে বছরে ২০০ দিন MGNREGA’য় কাজ। বাতিল করতে হবে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত। দাবী উঠলো শ্রম আইনগুলি কর্পোরেটদের স্বার্থে পরিবর্তন এবং কৃষি অর্ডিন্যান্স অবিলম্বে প্রত্যাহারের। – বাঁকুড়া স্টেশন রোডে প্রতিবাদ বিক্ষোভ ও সভায় দাবীগুলিকে সমর্থন করে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা কিংকর পোশাক ও প্রতীপ মুখার্জী, এআইটিইউসি’র পক্ষে শেখ নূর ও বাঁকুড়া জেলা লরী ড্রাইভার্স এন্ড ক্লিনার্স ইউনিয়নের নেতা সত্য মুখার্জী।