সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবন্ত কালাজ নিয়ে হাসপাতালে, সাপের কামড়ে জখম ৫

News Sundarban.com :
জুলাই ১২, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – একই দিনে কালাজ,কেউটে ও চন্দ্রবোড়া সহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত হলেন ৫ জন।পাশাপাশি জীবন্ত কালাজ সাপ নিয়ে হাসপাতালে হাজীর হলেন চিকিৎসার জন্য।

জানা গিয়েছে রাতে মুশারী টাঙিয়ে ঘুমিয়েছিলেন জীবনতলা থানার হোমরার বাসিন্দা আসমা গায়েন। রাত একটা নাগাদ বিছানার মধ্যে তার ডানহাতে কালাজ সাপ কামড় দেয়।জীবনন্ত সাপ ধরে নিয়ে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।

বুধবার সকালে বাড়ির পিছনে জঞ্জাল পরিষ্কার করছিলেন ক্যানিংয়ের তালদির বয়ারসিং গ্রামের যুবক সরিফুল গাজী।আচমকা তার হাতে কেউটে সাপ কামড় দেয়।ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।অন্যদিকে এদিন সকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জীবনতলা থানার নারায়ণপুর গ্রামের পারমিতা নস্কর। তাকে চন্দ্রবোড়া সাপে কামড় দেয়।ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে নারায়ণপুর গ্রামের মীরা প্রামাণিককে ও সাপে কামড় দেয়। সাপে কামড় দেয় বাসন্তীর চড়াবিদ্যার গাববুনিয়া গ্রামের ঝন্টু মন্ডল কে।সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, বর্ষার সাথে পাল্লা দিয়ে সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। সাধবানে পথ চলতে হবে।কালাজ,কেউটে ও চন্দ্রবোড়ার কামড়ে জখম তিনজন কে সাপে কামড়ানো প্রতিষেধক এভিএস ১০ করে দেওয়া হয়েছে। অপর দুজন কে বিষহীন ঘরচিতি কামড় দিয়েছে । সকলেই সুস্থ রয়েছে।