শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গোটা বিশ্বজুড়ে ইমরান হাসির পাত্র

News Sundarban.com :
নভেম্বর ২৯, ২০১৯
news-image

রাশিদ রিয়াজ 

প্রধানমন্ত্রী ইমরান খানের তৃতীয় স্ত্রীকে নিয়ে বিশ্বজুড়েই রহস্য তৈরি হয়েছে। তাঁর ছায়া নাকি আয়নাতে ধরা পড়ে না এরকম কথাও ভাসে পাকিস্তানের বাতাসে। যার ফলে সেদেশে ওই মহিলাকে নিয়ে যেমন আতঙ্কিত সাধারণ মানুষ। তেমনি এর জন্য ইমরানকে হাসির পাত্র হতে হয়েছে গোটা বিশ্বজুড়ে। স্ত্রীর জাদুবিদ্যার জন্যই তিনি নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন বলেও খবর। বিষয়টি যাই হোক না কেন এই নিয়ে ঘরে-বাইরে কটাক্ষ শুনতে হয় তাঁকে। এই সবের মাঝেই রাতের বেলায় গাছ অক্সিজেন দেয় মন্তব্য করে নেটদুনিয়ায় ফের হাসির খোরাক হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। টুইটারে তাঁর এই বক্তব্যের ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে। এই মন্তব্যের জন্য তাঁকে নোবেল ছুঁড়ে মারার প্রস্তাব দিয়েছেন অনেক নেটিজেন।

বিষয়টির সূত্রপাত হয় বুধবার। পাকিস্তানের এক মহিলা সাংবাদিক নায়লা ইনায়ত টুইট করেন ইমরানের বহুচর্চিত ওই ভিডিওটি। পাশাপাশি তাঁকে কটাক্ষ করে আইনস্টাইন খান বলেও উল্লেখ করেন। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, গত ১০ বছরে বিশ্বের ৭০ শতাংশ বনাঞ্চল কেটে ফেলা হয়েছে। এর কুফলের মুখোমুখি হতে হবে আমাদের। কারণ, গাছ বাতাস পরিষ্কার করে ও রাতে অক্সিজেন সরবরাহ করে। এর ফলে বাতাস পরিশুদ্ধ হয়। বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে নির্মল বাতাসের যোগানও বাড়ায় গাছ। কিন্তু, নির্বিচারে তাদের কেটে ফেলার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে।