শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দলীয় কর্মীদের নিয়েই চিন্তিত সিপিআইএম-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র

News Sundarban.com :
জুলাই ২১, ২০১৮
news-image

২১ জুলাইয়ের মঞ্চ রাজ্যের বিরোধীদলের নেতা নেতৃত্বদের যেন এককাট্টা করেছিল ৷ কারণ সেই মঞ্চেই একদিকে যেমন ছিলেন সিপিএমের বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুল হাসান ৷ অন্যদিকে কংগ্রেস নেতাদেরও আমন্ত্রন ছিল ৷
দলীয় কর্মীদের নিয়েই চিন্তিত সিপিআইএম-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ বলেন, প্রয়োজনে ঋতব্রত চক্রবর্তী এবং মইনুল হাসানের মত প্রথম সারির আরও সিপিআইএম নেতাদের বহিষ্কার করা হতে পারে ৷ আজ পুরুলিয়ায় এক দলীয় সভাতে দলের কর্মীদের এমনই হুঁশিয়ারি দিলেন সূর্যকান্ত মিশ্র ৷ সূর্যকান্ত বলেন, ইতিমধ্যেই দলের ৫০ জনকে বহিষ্কার করেছি ৷ প্রয়োজনে ১০০ হাজার করব ৷ আমাদের ঘর থেকে সমস্ত আবর্জনা পরিষ্কার করব ৷ তবে, তাদের জায়গা আমাদের দলে না হলেও তৃণমূল কংগ্রেসে তাদের জায়গা হবে ৷
এই প্রসঙ্গে তিনি টেনে আনেন ঋতব্রত এবং মইনুল হাসানের কথাও ৷ সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে পঞ্চায়েত ভোটে বিজেপির সঙ্গে তাঁর দলের কর্মীদের আঁতাতের অভিযোগ স্বীকার করেন তিনি ৷ বলেন,
দলের ভিতরে এখনও অনেক মইনুল, ঋতব্রতরা আছে! ঝাড়াই-বাছাই এর কাজ চলছে । আজ ২১শে জুলাইয়ে তৃণমূলের মঞ্চে কখনও বিজেপি আবার কখনও সিপিএম ৷ একের পর এক অভিযোগ তুলে এই দু’টি রাজনৈতিক দলকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন,
সিপিএমের অত্যাচার ভুলিনি ৷ সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে ৷ রাজ্যে বিজেপির সঙ্গে চলছে সিপিএম ৷ আবার দিল্লিতে আমাদের সাহায্য চাইছে ৷