মুম্বইয়ে আবাসনের ব্যালকনি ভেঙে মৃত্যু দু”জনের, জখম হয়েছেন ৩ জন

মুম্বইয়ে একটি আবাসনের ব্যালকনি ভেঙে মৃত্যু হয়েছে দু”জনের, এছাড়াও জখম হয়েছেন ৩ জন। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের ভিলে পার্লে গাউথান এলাকার নানাবতী হাসপাতালের কাছে অবস্থিত সেন্ট ব্রাজ রোডে।
খবর পেয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু”টি ইঞ্জিন, একটি বিপর্যয় বাহিনীর গাড়ি, আম্বুল্যান্স ও পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রিশিলা মিসাউইটা (৬৫) ও রবি মিসাউইটা (৭০) নামে দু”জনকে মৃত ঘোষণা করা হয়। আহতরা স্থিতিশীল রয়েছেন।