শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রেফারি নিগ্রহের ঘটনায় সাহসী হতে পারল না আইএফএ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১২, ২০১৯
news-image

 বড় ক্লাবের ছোট শাস্তি। রেফারি নিগ্রহের ঘটনায় সাহসী হতে পারল না আইএফএ। বুধবার সন্ধ্যায় ম্যারাথন মিটিং চলে আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির। বৈঠকে অভিযুক্ত দুই লাল-হলুদ ফুটবলার লালরিনডিকা রালতে এবং মেহেতাব সিংকে এক ম্যাচ করে নির্বাসিত করল সিদ্ধান্ত জানাল আইএফএ। সঙ্গে এক লক্ষ টাকা করে জরিমানা। বলা যেতেই পারে আইএফএ-র দৌলতে বড় শাস্তির হাত থেকে বেঁচে গেলেন ডিকারা।

এদিকে লাথি মেরেও শাস্তি এড়ালেন লাল-হলুদের স্প্যানিশ তারকা হেইমি স্যান্টোস কোলাডো। তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হল। তবে ইস্টবেঙ্গল ম্যানেজার এবং গোলকিপার কোচকে এক বছরের জন্য সাসপেন্ড করল আইএফএ। প্রসঙ্গত, সোমবার ইস্টবেঙ্গল মাঠে পিয়ারলেস-ইস্টবেঙ্গল ম্যাচ শেষে লাল-হলুদ ফুটবলারদের হাতে নিগৃহীত হতে হয় রেফারি দীপু রায়কে। রেফারি নিগ্রহে নাম জড়ায় ইস্টবেঙ্গলের দুই ফুটবলার ডিকা আর মেহেতাব সিং। ইস্টবেঙ্গল ম্যানেজার ও গোলকিপার কোচের বিরুদ্ধেও রেফারি নিগ্রহের অভিযোগ ওঠে।