শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবন জঙ্গলে বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবি কে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১০, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার,ক্যানিং:

সুন্দরবন জঙ্গলে বাঘে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবি কে। নিখোঁজ মৎস্যজীবির নাম সুনীল কয়াল(৫৫)। তার বাড়ী গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতর চরঘেরী গ্রামে। স্থানীয় সুত্রে জানাগেছে তার স্ত্রী,এক পুত্র সন্তান ও এক কন্যা রয়েছে। অভাবের তাড়নায় স্ত্রী পুত্র,কন্যা কলকাতা পরিচারিকার কাজ করেন।পরিবারের অভাব অনটনের জন্য ছোট থেকেই বনদফতরের অনুমতি ছাড়াই প্রতিদিন সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে যেতেন মৎস্যজীবি সুনীল কয়াল।ফিরেও আসতেন। অন্যান্য দিনের মতো দুজন সঙ্গী কৃষ্ণপদ মিস্ত্রী ও দুলাল সরকার কে সঙ্গে নিয়ে সুনীল নৌকা বেয়ে রবিবার সকালে সুন্দরবনের মরিচঝাঁপি জঙ্গল লাগোয়া রায়মঙ্গল নদীর বুড়ীর ডাবরী খাঁড়ী তে কাঁকড়া ধরতে যায়।


এদিন সকাল নটা নাগাদ সুন্দরবনের মরিচঝাঁপি জঙ্গলের বুড়ীর ডাবরী নদী খাঁড়ীতে এলাকায় কাঁকড়া ধরতে ব্যস্ত সকলে। ঠিক সেই মুহূর্তে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে সুনীলের উপর।মুহূর্তে তার ঘাড়ে কামড় দিয়ে পিঠে তুলে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘ।সঙ্গীকে চোখের সামনে থেকে বাঘ তুলে নিয়ে যাচ্ছে দেখেও কিছুই করতে পারেনি সঙ্গীরা।এরপর কৃষ্ণপদ মিস্ত্রী ও দুলাল সরকার’রা গ্রামে ফিরে সুনীল কে বাঘে তুলে নিয়ে যাওয়ার ঘটনার কথা জানায়। এই ঘটনায় লাহিড়ীপুর চরঘেরী গ্রামে শোকের ছায়া নেমে আসে।