শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরেন্দ্র মোদীকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ প্রদান

News Sundarban.com :
আগস্ট ২৫, ২০২৩
news-image

গ্রীস প্রেসিডেন্ট ক্যাটেরিনা এন সাকেলারোপোলু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ প্রদান করেন। শুক্রবার এথেন্সে মোদীকে এই সম্মান প্রদান করা হয়।

সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদী এক্স (ট্যুইট) – এ পোস্ট করে বলেন, গ্রিসের রাষ্ট্রপতি এবং জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। এটি ভারতের প্রতি গ্রিসের জনগণের শ্রদ্ধা প্রদর্শন। গ্রীসের রাষ্ট্রপতি গ্রীস ক্রস অফ দ্য অর্ডার অফ অনার মোদীকে প্রদান করেন। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকে এই সম্মান দেওয়া হয় যারা তাঁদের বিশিষ্ট অবস্থানের কারণে গ্রিসের মর্যাদা বৃদ্ধিতে অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব ও তাঁর সঙ্গে গ্রীসের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই এই সম্মান প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী মোদী এক দিনের সরকারি সফরে গ্রিসে গিয়েছেন। শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে এথেন্সে পৌঁছন। তিনি ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করতে ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বেশ কয়েকটি বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন মোদী।