মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয়নগরমে ট্রেন দুর্ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ল ট্রেন পরিষেবা

News Sundarban.com :
অক্টোবর ৩০, ২০২৩
news-image

বিজয়নগরমে ট্রেন দুর্ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ল ট্রেন পরিষেবা। বাতিল করা হয়েছে ৩৩টি ট্রেন, ১১টি ট্রেন আংশিক রদ করা হয়েছে এবং ২২টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও বিশ্বজিৎ সাহু বলেছেন, “মোট ৩৩টি ট্রেন বাতিল করা হয়েছে, ২২টি ট্রেন ডাইভার্ট করা হয়েছে এবং ১১টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে।”

রবিবার রাতে একটি প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা প্যাসেঞ্জার ট্রেন। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে মুখ থুবড়ে পড়েছে রেল পরিষেবা।