ফের ভাঙড়ে ঢুকতে বাধা নওশাদকে, হাতিশালায় আটকে দিল পুলিশ

ভাঙড়ে যাওয়ার পথে ফের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আটকে দিল পুলিশ। রবিবার দুপুরে হুগলির ফুরফুরার বাড়ি থেকে গাড়িতে ওঠেন তিনি। বিকেলে আর্টস অ্যাকর মোড়ের কাছে বিধায়ককে আটকায় পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই তিনি সেখানে যেতে পারবেন না। যদিও হাতিশালার কাছে যেখানে নওশাদকে আটকানো হয়েছে, সেখানে ১৪৪ ধারা জারি হয়নি। এবিষয়ে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক বলেছেন, ‘পরিকল্পিতভাবেই আটকানো হচ্ছে।’
অন্যদিকে, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার আধিকারিকদের বক্তব্য, তাঁরা সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছেন। বিধায়কের অভিযোগ থাকলে তিনি লিখিতভাবে জানান। তা খতিয়ে দেখবে পুলিশ। বাধা যে আসবে সে ব্যাপারে অবশ্য নিশ্চিতই ছিলেন নওশাদ।