বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিএনএ টেকনোলজি বিল নিয়ে বিতর্ক মুখে মোদি সরকার

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০১৮
news-image

ডিএনএ টেকনোলজি বিল বিতর্ক নিয়ে দিল্লির দরবারে তোলপাড় শুরু হল। নতুন করে সাধারণ মানুষের নিরাপত্তা কি সঙ্কটে পড়তে চলেছে? এই ইস্যুতেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নামছে বিরোধী দলগুলি। সরাসরি দাবি উঠছে, দেশের নাগরিকদের ডিএনএর তথ্য জেনে নিতে চাইছে মোদি সরকার। তথ্যব্যাঙ্কে সাধারণের ডিএনএর নমুনা সংগ্রহ করে পরে কাজে লাগাবে কেন্দ্র।‘দ্য ডিএনএ টেকনোলজি (‌ইউস অ্যান্ড অ্যাপ্লিকেশন) রেগুলেশন বিল ২০১৮’ নির্দিষ্ট কিছু ব্যক্তির পরিচয় জানার লক্ষ্যেই আনা হয়েছে বলে সরকারিভাবে বলছে কেন্দ্র। তার জন্য ডিএনএ ডেটা ব্যাঙ্ক তৈরি করা হবে। প্রাথমিকভাবে অপরাধী, জরিমানার বিষয় এবং অনাথ ছেলেমেয়েদের পরিচয় জানার উদ্দেশ্যে ওই ডেটা ব্যাঙ্ক থাকবে বলে বিলে বলা আছে। বিল অনুযায়ী, এই ব্যাঙ্ক জাতীয় স্তরের পাশাপাশি আঞ্চলিক স্তরেও থাকবে। ডিএনএ ডেটা ব্যাঙ্কের তথ্য কেউ ফাঁস করলে তার জন্য এক লক্ষ টাকার জরিমানা সহ তিন বছর পর্যন্ত কারাদণ্ডের কথা বলা আছে।
কংগ্রেস অভিযোগ করেছে, এ ধরনের বিল আনার মানেই হল নাগরিকদের ব্যক্তিগত চরিত্র জেনে নিয়ে নজরদারি। প্রয়োজনে ব্ল্যাকমেল। কংগ্রেস জানিয়েছে, ‘আধার তথ্য ফাঁস হওয়ায় মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে। একইভাবে এই ডিএনএ বিল পাশ হয়ে গেলে মানবদেহের যাবতীয় তথ্য সংগ্রহ করে কেন্দ্র যে পরবর্তীকালে তার অপ্রয়োগ করবে না, সে গ্যারান্টি কোথায়?’ এই প্রশ্ন কিন্তু শুধু কংগ্রেস নয়, সমগ্র বিরোধীকুলের।