শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রিশপ

News Sundarban.com :
মার্চ ২৩, ২০১৮
news-image

গরম থেকে এক্টু স্বতি পেতে ঘুরে অসুন রিশবে।হিমালয়ের কোলে ছোট গ্রাম রিশপ। সিকিম পশ্চিমবঙ্গ ভূটান মাঝে পাহাড় চূড়ায় পুরোন গাছে ঘেরা এই গ্রাম। রোজ নাম্চার ব্যস্ত জীবন, আর কলকাতার প্চা গরম থেকে বেরিয়ে এসে ছ্বির মতো পাহাড়ি গ্রামে ছুটি কাটাতে কার না ভালো লাগে। এখানে বেশ কিছু ভালো হোটেল আছে, সুতরাং থাকা খাওয়ার কোনো অসুবিধে হবেনা। সূর্যোদয়ের পর এখানে আকাশ অনেকটা সময় ধরে লাল হয়ে থাকে। সন্ধেবেলা দূরে পাহাড়ি গ্রামে আলো জ্ব্লা দেখে মনে হয় পাহাড়ের গায়ে যেন নক্ষত্রের মেলা। রিশ্প থেকে দু’কিমি দূরে টিফিনদারা, সানরাইস পয়েন্ট। হিমালয়ের অনেক পিক এখান থেকে দেখা যায়। টিফিনদারা থেকে এই পিক গুলো আর ভালো করে দেখা যায়। তাই হয়তো  টিফিনদারাকে পাহাড় দেখার গ্যালারি বলা হয়। রডোডেনড্রনের ফুল ফোটার মরসুমে এখানে চারিপাশ লাল হয়ে থাকে। এই সময় পাখি ও প্রজাপতির ভিড় চোখে পরার মত। এখানে প্রতিটি কটেজ বা হোটেলে প্রসস্ত বারান্দা আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।

কী ভাবে যাবেনঃ শিয়ালদহ স্টেশান থেকে এনজিপি স্টেশানে আসবেন, এনজিপি থেকে বাস বা গাড়িতে লাভা। লাভা থেকে বাস বা গাড়িতে রিশপ। যাওয়ার সময় ডামডিং হয়ে যাওয়াই ভালো। এই প্থে চা বাগান ঝুম চাষের ল্যান্ড্স্কেপ অসাধারণ।