শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন পুরনো ভারসাম্য রেখেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা

News Sundarban.com :
মার্চ ৫, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: নতুন পুরনো ভারসাম্য রেখেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বাসভবনে সকাল থেকেই বিশেষ চমক দেখা গিয়েছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে বিশেষ চমক। এদিন দলনেত্রী ২৯৫ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৯১ টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দেখা গিয়েছে সেলিব্রিটি প্রার্থীর সংখ্যা অনেকটাই। দেখা গিয়েছে বিশিষ্ট আমলাদেরও। যা খবর ছিল সিনিয়র নেতা-মন্ত্রীরা প্রত্যেকেই টিকিট পাচ্ছেন। এবং অধিকাংশই তাঁরা তাঁদের পুরনো কেন্দ্রেই দাঁড়াবেন। প্রার্থী ঘোষণা হতেই তেমনটাই দেখা গিয়েছে যদিও কয়েকটা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে।

নতুন মুখ নিয়েও তৃণমূল স্তরের মানুষ ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে নতুন তালিকায় উল্লেখযোগ্য নাম

প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ, এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার। রয়েছেন সদ্য অবসর নেওয়া আমলা হুমায়ুন কবীর। তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে স‌দ‌্য অবসর নেওয়া মুখ‌্যসচিব রাজীব সিনহার নাম। তা ছাড়া ভোটের মুখে একঝাঁক টলিউডের মুখ তৃণমূলে যোগ দিয়েছেন। তাদের মধ্যে পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুরের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম, কাঞ্চন মল্লিক উত্তরপাড়া, গায়িকা অদিতি মুন্সি রাজারহাট, অভিনেত্রী সায়ন্তিকা বাঁকুড়া। সেই সঙ্গে মদন মিত্র কামারহাটি, দেবাশীষ কুমার রাসবিহারী, নির্মল ঘোষ পানিহাটি, বিবেক গুপ্ত জোড়াসাঁকো, মনোজ তিওয়ারি শিবপুর। সহ একাধিক বিধানসভা কেন্দ্রের নাম ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী।

যে সব তৃণমূলের নেতারা টিকিট পাচ্ছেন না। তাদেরকে বিধান পরিষদের কমিটিতে জায়গা দেওয়া হবে। তাদের মধ্যে রয়েছে দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌগত রায় রাজ্যের পূর্ণেন্দু বসু।