শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাছ ধরার জালে পাঁচ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ

News Sundarban.com :
ডিসেম্বর ২২, ২০১৭
news-image

মাছ ধরার জন্য খালের জলে পেতে রাখা জালে উঠে এল প্রায় পাঁচ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ। তাও আবার একটি নয়, দু’টি।
সাত সকালে এই দৃশ্য চাক্ষুস করে চক্ষু চড়কগাছ ঠাকুরপুকুরের নন্দনা পার্ক এলাকার বাসিন্দাদের। ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের উল্টো দিকেই রয়েছে নন্দনা পার্ক। সেই পার্ক সংলগ্ন খালের মধ্যে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। কিন্তু, বৃহস্পতিবার সকালে দেখা যায় জালের মধ্যে কি যেন আটকা পড়ে ছটফট করছে।জালে মাছ আটকা পড়েছে, ভেবে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তখনই দেখা যায় মাছের বদলে জালে আটকা পড়েছে দু’টি পাঁচ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ।